Jaflong

Jaflong
পানির উত্তাল স্রোতধারায় নৌকার মাঝিরা ব্যস্ত নৌ টিকিয়ে রাখতে। সেই সাথে তাদের পিছনের দৃশ্যটি দেখে মনে হচ্ছে এ যেন বৈজ্ঞানিক মাধ্যম দ্বারা রচিত এক পরাবাস্তব জগত। বিশ্বাসই হতে চায় না যে এ রকম কোন স্থান আছে। জাফলং এলাকা থেকে ছবিটি তুলেছেন সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

জাফলং


জাফলং নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাঝিরা নৌকা টেনে নিয়ে য়েতে হচ্ছে। কিন্তু প্রকৃতি তাতে বেমানান নয়। প্রকৃতি তার সৌন্দয্য টুকু ঠিকই অটুট রেখেছে -যার প্রমাণ এই ছবিটি। পরিবেশের এই রূপেও জাফলং তার নিজের রূপেই আছে। সিলেটের জাফলং এলাকা থেকে ছবিটি তুলেছেন আলোকচিত্রী সুটন সিংহ।

জাফলং

প্রকৃতির এক অপরূপ লাবন্য ভরা জাফলং এর এই দৃশ্যতে ক'জন শ্রমিক পাথর খোঁজছেন। মাটি খুড়ে এভাবেই এই কাজটি করা হয়। যারা প্রথম দেখছেন তাদের খারাপ লাগতে পারে।


পাথর আহরণের এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এভাবেই ঝেড়ে ঝেড়ে বড় ও ছোট পাথরগুলোকে আলাদা করতে হয়। সিলেট বিভাগের জৈন্তাপুর এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী সুটন সিংহ।

জাফলং

জাফলং এর এই স্থানটি দেখতে কিছুটা অন্যরকম মনে হয়- যেন একটি লালমাটির বিশাল পাহাড়ের পাশে আমরা দাঁড়িযে আছি। তারই সামনের নদীটি ছিল ঐ সময়টিতে খুবই শান্ত। মাঝিরা আছে নৌকা নিয়ে আর শ্রমিকরা আছে কাজ নিয়ে ব্যস্ত।
পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় প্রকৃতি নিজেকে কখনো ত্রুটি নিয়ে গড়তে শিখেনি।

এখানে ঐ স্থানটিরই দৃশ্য আবার তুলে ধরছি। এখানে শ্রমিকরা নদী থেকে পাথর আহরণে ব্যস্ত। গতকালের প্রকাশিত দু'টি পদ্ধতির মধ্যে এটা হচ্ছে সবচে কঠিন পাথর আহরণ পদ্ধতি। এতে যা করতে হয় তা আপনারা দেখতেই পারছেন। হ্যা এভাবেই ছোট-বড় পাথরগুলো নিতে হয় নদীর তলদেশ থেকে।
--------দুইটি ছবিই তুলেছেন সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

জাফলং


জৈন্তাপুরের জাফলং এলাকার এই দৃশ্যটি দেখে মনে হয় যেন একজন শিল্পী তার পুরো কারুকাজ ঢেলে এই ছবি একেছেন। এটা জাফলং এলাকার নদীপথে ভারত সীমান্তের একটি ছবি। ঐ যে ব্রিজটি দেখছেন তা ভারতীয় ব্রিজ বা এলাকায় পড়েছে। ভ্রমণকারীরা সাধারণত এখানেই তাদের ভ্রমণের আনন্দটুকু উপভোগ করেন। উপভোগ করেন মাঝিদের নৌকা চলানোবস্থায় বিভিন্ন ছন্দ ও তালের সুর.........

ছবিটি জাফলং এলাকা থেকে তুলেছেন আমাদের সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

জাফলং


এই ঋতুতে এটাই একমাত্র ফল যা দেখার ইচ্ছা সবার মনে জাগে। ....................সুটন সিংহ এর ক্যামেরা থেকে তুলা এই ছবিটি সিলেটের জাফলং এলাকার