Jaflong

Jaflong
পানির উত্তাল স্রোতধারায় নৌকার মাঝিরা ব্যস্ত নৌ টিকিয়ে রাখতে। সেই সাথে তাদের পিছনের দৃশ্যটি দেখে মনে হচ্ছে এ যেন বৈজ্ঞানিক মাধ্যম দ্বারা রচিত এক পরাবাস্তব জগত। বিশ্বাসই হতে চায় না যে এ রকম কোন স্থান আছে। জাফলং এলাকা থেকে ছবিটি তুলেছেন সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

জাফলং


জৈন্তাপুরের জাফলং এলাকার এই দৃশ্যটি দেখে মনে হয় যেন একজন শিল্পী তার পুরো কারুকাজ ঢেলে এই ছবি একেছেন। এটা জাফলং এলাকার নদীপথে ভারত সীমান্তের একটি ছবি। ঐ যে ব্রিজটি দেখছেন তা ভারতীয় ব্রিজ বা এলাকায় পড়েছে। ভ্রমণকারীরা সাধারণত এখানেই তাদের ভ্রমণের আনন্দটুকু উপভোগ করেন। উপভোগ করেন মাঝিদের নৌকা চলানোবস্থায় বিভিন্ন ছন্দ ও তালের সুর.........

ছবিটি জাফলং এলাকা থেকে তুলেছেন আমাদের সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন