Jaflong

Jaflong
পানির উত্তাল স্রোতধারায় নৌকার মাঝিরা ব্যস্ত নৌ টিকিয়ে রাখতে। সেই সাথে তাদের পিছনের দৃশ্যটি দেখে মনে হচ্ছে এ যেন বৈজ্ঞানিক মাধ্যম দ্বারা রচিত এক পরাবাস্তব জগত। বিশ্বাসই হতে চায় না যে এ রকম কোন স্থান আছে। জাফলং এলাকা থেকে ছবিটি তুলেছেন সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

জাফলং

জাফলং এর এই স্থানটি দেখতে কিছুটা অন্যরকম মনে হয়- যেন একটি লালমাটির বিশাল পাহাড়ের পাশে আমরা দাঁড়িযে আছি। তারই সামনের নদীটি ছিল ঐ সময়টিতে খুবই শান্ত। মাঝিরা আছে নৌকা নিয়ে আর শ্রমিকরা আছে কাজ নিয়ে ব্যস্ত।
পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় প্রকৃতি নিজেকে কখনো ত্রুটি নিয়ে গড়তে শিখেনি।

এখানে ঐ স্থানটিরই দৃশ্য আবার তুলে ধরছি। এখানে শ্রমিকরা নদী থেকে পাথর আহরণে ব্যস্ত। গতকালের প্রকাশিত দু'টি পদ্ধতির মধ্যে এটা হচ্ছে সবচে কঠিন পাথর আহরণ পদ্ধতি। এতে যা করতে হয় তা আপনারা দেখতেই পারছেন। হ্যা এভাবেই ছোট-বড় পাথরগুলো নিতে হয় নদীর তলদেশ থেকে।
--------দুইটি ছবিই তুলেছেন সিলেটের আলোকচিত্রী সুটন সিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন